22 Jan 2015 (hajj.gov.bd)

সরকার ২০১৫ (১৪৩৬ হিজরী) সনের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের প্যাকেজের টাকা জমা দেয়ার কিস্তি নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করেছেন :

--╰☆╮【আপনি কি কম খরচে অভিজ্ঞ আলেমগনের সাথে হজ্জ করতে চান ? সরাসরি যোগাযোগ করুন "তেজারাত ফাউন্ডেশন হজ্জ কাফেলা" 01711581167 】╰☆╮--

(১) সরকারি ব্যবস্থাপনার হজ্জ প্যাকেজ নং ০১ : আগামী ৫/২/২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে ৫১,৬৯০/- টাকা সরকার নির্ধারিত ব্যাংকসমূহের যে কোন শাখায় জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
প্যাকেজের অবশিষ্ট ৩,০৩,০৫৫/- টাকা আগামী ১০.০৬.২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে ব্যাংকের একই শাখায় জমা দিতে হবে।

(২) সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ নং ০২ : আগামী ৫/২/২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে ৫১,৬৯০/- টাকা সরকার নির্ধারিত ব্যাংক সমূহের যে কোন শাখায় জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
প্যাকেজের অবশিষ্ট ২,৪৪,৫১৬/- টাকা আগামী ১০.০৬.২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে ব্যাংকের একই শাখায় জমা দিতে হবে।

(৩) বেসরকারি ব্যবস্থাপনার সকল হজ্জ প্যাকেজ : আগামী ৫/২/২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন ফির প্রথম কিস্তি বাবদ ৪৮,৩৩১.৫০ (আটচল্লিশ হাজার তিনশত একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা) সরকার নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন ফি'র অবশিষ্ট ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা আগামী ১০.০৬.২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে একই ব্যাংক হিসাবে জমা দিতে হবে। হজ্জ এজেন্সীর সকল প্যাকেজের অবশিষ্ট সমুদয় টাকাও ১০.০৬.২০১৫ খ্রিঃ তারিখের মধ্যেই হজ্জযাত্রী কর্তৃক সংশ্লিষ্ট হজ্জ এজেন্সীকে প্রদান করতে হবে।