Hajj Stuff


 হজের জন্য প্রয়োজনীয় মালপত্র:

১. পাসপোর্ট, টিকিট, ভিসা, ডলার, 

২. পাসপোর্ট, ভিসা, টাকা রাখার জন্য গলায় ঝোলানো ছোট ব্যাগ, 

৩. ইহরামের কাপড় কমপক্ষে দুই সেট (প্রতি সেটে শরীরের নিচের অংশে পরার জন্য আড়াই হাত বহরের আড়াই গজ এক টুকরো কাপড়, আর গায়ের চাদরের জন্য একই বহরের তিন গজ কাপড়। ইহরাম সুতি হলে ভালো হয়), 

৪. ইহরাম পরার জন্য কটিবন্ধনী (বেল্ট),

৫.  নরম ফিতাওয়ালা স্পঞ্জের স্যান্ডেল (দুই জোড়া), 

৬. গামছা/ তোয়ালে, জায়নামাজ, বিছানার চাদর,

৭. লুঙ্গি, গেঞ্জি, পাজামা, পাঞ্জাবি - আপনি যে পোশাক পরবেন, 

৮. সাবান, পেস্ট, ব্রাশ, মিসওয়াক, 

৯. নখ কাটার, ছোট কেচি, সুই-সুতা, 

১০. থালা, বাটি, গ্লাস, ফল কাটার ছুরি, চামচ

১১. প্রয়োজনীয় ওষুধপত্র, চশমা ব্যবহার করলে অতিরিক্ত একটি চশমা (ভিড় বা অন্য কোনো কারণে ভেঙে গেলে ব্যবহারের জন্য), 

১২. বাংলাদেশি টাকা (দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি ফেরার জন্য), 

১৩. নারীদের জন্য বোরকা, 

১৪. মালপত্র নেওয়ার জন্য ব্যাগ অথবা স্যুটকেস (তালাচাবিসহ)


বিশেষ দ্রষ্টব্য : 

☑ এক দুই দিনের জন্য ব্যবহৃত কাপড় এবং প্রয়োজনীয় ঔষধপত্র হাতের লাগেজ বহন করিবেন..!

☑ হজে যাওয়া ও আসার সময়, অন্য কারো বা কোন হজ যাত্রীদের মালামাল বহন করিবেন না..!