🟩 ওমরা প্যাকেজের মধ্যে যাহা অন্তর্ভুক্ত..!
1. এয়ার টিকেট
2. ওমরা ভিসা
3. ফুল ট্রান্সপোর্ট
4. মক্কা-মদিনা সিটি যিয়ারা
5. মক্কা 10 দিন, মদিনার 04 দিনে
6. এক কি:মি: মধ্যে মক্কা-মদিনার হোটেল
7. হোটেল রুম শেয়ারিং (চার, পাঁচ, ছয়জন)
8. সকালে নাস্তা, দুপুর ও রাতে দেশীও খাবার
🟩 প্যাকেজের ভিতরে যাহা অন্তর্ভুক্ত নয়..!
1. মক্কা মদিনায় খাবার পানি ব্যবস্থাপনা
2. মক্কা ও মদিনা শহরের বাহিরের যিয়ারা, যেমন
i. মিকাত/ আয়েশা মসজিদ
ii. তায়েফ যিয়ারা, জেদ্দা ভ্রমণ
iii. ওয়াদি জীন, বদর প্রান্তর
3. এয়ারপোর্ট থেকে জমজম পানি ক্রয় 12.50 SR
4. এয়ারপোর্টের ট্রলি সার্ভিস চার্জ 03 SR
✅ ওমরাহ পালনের পূর্ণাঙ্গ ধাপসমূহ
ওমরাহ মূলত ৩টি অংশে সম্পন্ন হয়:
-
ইহরাম
-
তাওয়াফ
-
সাঈ ও মাথা মুন্ডানো/চুল ছোট করা
এর মাঝে কিছু ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মুস্তাহাব ও নফল রয়েছে।
🟩 ১. ইহরাম (ইহরাম বাঁধা)
✅ ফরজ
-
ইহরাম বাঁধা (ওমরাহর মূল ফরজ)
✅ ওয়াজিব
-
মীকাত সীমার বাইরের অবস্থায় ইহরাম বাঁধা
-
নিয়ত সহ তেলবিয়া পড়া
✅ সুন্নাহ
-
গোসল করা
-
শরীর পরিষ্কার করা (নখ কাটা, বগল-জননাঙ্গ পরিষ্কার ইত্যাদি)
-
পুরুষের দুই কাপড় ইহরাম পরা
-
২ রাকাত নফল নামাজ পড়া
-
কাবার দিকে মুখ করে ওমরাহর নিয়ত করা
✅ তালবিয়াহ (ওয়াজিব)
“لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ”
🟩 ২. কাবা শরীফ তাওয়াফ
✅ ফরজ
-
কাবার চারদিকে ৭ বার ঘোরা
✅ ওয়াজিব
-
ইহরামে অবস্থায় তাওয়াফ
-
প্রতিটি চক্কর হাজরে আসওয়াদ লাইন থেকে শুরু
-
তাওয়াফ চলাকালীন পবিত্রতা বজায় রাখা (উযু সহ)
✅ সুন্নাহ আমল
-
তাওয়াফ শুরুর আগে ইসতিলাম (হাজরে আসওয়াদ অভিবাদন)
-
প্রথম ৩ চক্করে রামাল (দ্রুত পদক্ষেপে চলা — শুধু পুরুষদের)
-
ডান কাঁধ খোলা রাখা (ইদতিবা — কেবল তাওয়াফুল কুদুমে, তবে আজ ওমরাহ তাওয়াফে পুরুষেরা করে থাকেন)
✅ মুস্তাহাব দোয়া
প্রতিটি চক্করে যেকোনো দোয়া করা।
হাতে থাকা নির্দিষ্ট দোয়া আবশ্যক নয়।
সপ্তম চক্কর শেষে মাকামে ইবরাহিমের পেছনে ২ রাকাত নামাজ (ওয়াজিব নয়, সুন্নাহ)।
🟩 ৩. জমজম পানি পান করা (সুন্নাহ)
-
কিবলামুখী হয়ে পান করা
-
দোয়া করা
🟩 ৪. সাঈ (সাফা-মারোয়ার মাঝে ৭ চক্কর)
✅ ওয়াজিব
-
সাফা থেকে শুরু করা
-
সাফা-মারোয়া মিলিয়ে ৭ বার যাতায়াত
-
সাফা → মারোয়া = ১
-
মারোয়া → সাফা = ২
-
এভাবে শেষ হবে মারোয়াতে
-
✅ সুন্নাহ
-
সাফাতে গিয়ে কিবলামুখী হয়ে দোয়া করা
-
প্রতিটি রাউন্ডে দোয়া
-
পুরুষদের জন্য সবুজ লাইটের মাঝখানে দৌড়ানো (হারওয়ালা)
🟩 ৫. মাথা মুন্ডানো বা চুল ছোট করা
✅ ওয়াজিব
-
পুরুষদের পুরো মাথা মুন্ডানো (হালক) উত্তম
-
অথবা সমস্ত চুল সমানভাবে ছোট করা
-
মহিলাদের চুলের অগ্রভাগ থেকে এক ইঞ্চির মতো কাটা
✅ ফরজ
-
ওমরাহ সম্পূর্ণ করার জন্য হালক/তকছীর করা আবশ্যক
🟩 ৬. ইহরাম মুক্ত হওয়া
মাথা মুন্ডানো/চুল কেটে ফেলার মাধ্যমে ওমরাহ শেষ।
ইহরামের সব বিধিনিষেধ উঠে যায়।