হজের খরচ বাড়ল ২০১৮



হজের খরচ বাড়ছে...

* প্যাকেজ-১-এ ব্যয় ৩ লাখ ৯৬ হাজার টাকা
* প্যাকেজ-২-এ ব্যয় ৩ লাখ ২৯ হাজার ২৪০ টাকা
* প্যাকেজ থেকে ট্রলিব্যাগ বাদ

* এবার বিমান ভাড়া বাড়িয়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা

চলতি বছরের হজ প্যাকেজ চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। প্রস্তাবিত হজ
প্যাকেজ-১-এ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৯৬ হাজার টাকা, যা গত বছর ছিল ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা।
প্যাকেজ-২-এ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ২৯ হাজার ২৪০ টাকা, যা গত বছর ছিল ৩ লাখ ১৯ হাজার ৩৩৫ টাকা। ফলে গত বছরের তুলনায় জনপ্রতি খরচ বেড়েছে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা।

এর বাইরে প্রতিবছরের মতো এবারও আলাদাভাবে কোরবানির জন্য খরচ করতে হবে সাড়ে ১০ হাজার টাকা। এছাড়া হাজীদের ট্রলিব্যাগ কেনাকাটায় অনিয়ম ঠেকাতে এবারের প্যাকেজে এই খাতে কোনো ব্যয় ধরা হয়নি। সরকারের বেঁধে দেয়া শর্ত অনুযায়ী নির্দিষ্ট আয়তন, পরিমাপ ও কালারের ট্রলিব্যাগ সংশ্লিষ্ট হজ এজেন্সি যাত্রীদের সরবরাহ করবে।
প্রস্তাবিত হজ প্যাকেজ ও নীতিমালা অনুমোদনের জন্য শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
এবার বিমান ভাড়া বাড়িয়েছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিমানের তেলের দাম, ভ্যাট, হ্যান্ডলিং চার্জসহ অন্যান্য আনুষঙ্গিকতা ব্যয় বেড়ে যাওয়ায় ১ হাজার ৬০৮ ডলার (ভ্যাট বাদে) প্রস্তাব করে তারা। এর সঙ্গে এজেন্টের ২৫ ডলারসহ ১ হাজার ৬৩৩ ডলার বা প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা হয়। গত বছর হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা।

হজের খরচ বাড়ল

https://www.jugantor.com/todays-paper/last-page/19568/হজের-খরচ-বাড়ছে
https://www.dailyinqilab.com/article/61586/হজের-খরচ-বাড়ল