08 Dev 2014 (Banglanews24)

প্রথম প্যাকেজঃ- তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা (৩,৫৪,৭৪৫)।
আর
দ্বিতীয় প্যাকেজঃ- দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা (২,৯৬,২০৬)।

এর বাইরে প্রত্যেকে কোরবানির খরচ বাড়তি ৫০০ সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে।

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার মোটঃ- এক লাখ এক হাজার ৭৫৮ জন (১,০১,৭৫৮) বাংলাদেশি হজে যেতে পারবেন।

অনলাইনে আবেদন বাধ্যতামূলক:
সৌদি সরকার এবার নতুন নিয়ম করেছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, হজ করতে আগ্রহীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। বাধ্যতামূলকভাবে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে তথ্য পাঠাতে হবে।
হজযাত্রীদের আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত নাম, এমআরপি নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য হজের কার্যক্রম এগিয়ে আনা হয়েছে।
নিবন্ধনের সময় সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের এক লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিতে হবে।
হজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া এবার কেউ হজে যেতে পারবেন না।
আগামী বছরের ২৪ সেপ্টেম্বর(চাঁদ দেখা সাপেক্ষে ৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।